গ্রাফিক ডিজাইনে যাদের আগ্রহ অনেক বেশি এবং এ বিষয়ে ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য কিছু পরামর্শ

Image Credit: pexels

- গ্রাফিক ডিজাইনে যাদের আগ্রহ অনেক বেশি এবং এ বিষয়ে ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য কিছু পরামর্শ।
ডিজাইন শেখার আগে ডিজাইন বলতে আসলে কি বোঝায় তা জেনে নেয়া উচিৎ। ডিজাইনের অর্থ বিশ্লেষন করলে অনেক ধরনের ব্যাখ্যা আসতে পারে। প্রথমত ডিজাইন হল একটি নির্দিষ্ট সমস্যার সমাধান করা, কোন একটি উপলক্ষকে কেন্দ্র করে কারুকার্জপুর্ন এবং সহজে বোধগম্য একটি প্রেজেন্টেশন তৈরি করে দর্শকের সামনে তুলে ধরার নাম ডিজাইন। কারুকার্জপুর্ন ব্যাপারটি এখানে গুরুত্বপুর্ন না, বরং দর্শক যেন প্রথম দেখাতেই সহজে বুঝতে পারে সেটা বেশি জরুরী।
ডিজাইন সম্পর্কে সবথেকে অর্থবহ সংজ্ঞা দিয়েছেন অ্যাপলের প্রতিষ্ঠাতা ”স্টিভ জবস” – Design is not just what it looks like and feels like. Design is how it works.
এবারে আসা যাক কিভাবে ডিজাইন শেখায় আপনার হাতেখড়ি হতে পারে।
১. প্রথমেই আপনাকে চোখ রাখতে হবে ভাল ডিজাইনারদের কাজের উপর। তারা কিভাবে কাজ করছে, তাদের কাজের স্যাম্পলগুলো দেখে ইন্সপায়ারেশন নিতে পারেন। সারা বিশ্বে যত ডিজাইনার আছে তাদের সর্বোচ্চ সংখ্যাক কাজের স্যাম্পলগুলো পাবেন এই দুটো সাইটে –
https://www.behance.net
https://dribbble.com/
এবার তাদের কাজ, রংএর ব্যহার, টাইপস্টাইল এগুলো দেখতে থাকুন একটা ভাল ইন্সপায়ারেশন পাবেন।
২. এই কাজগুলো দেখতে দখতেই আপনি বুঝে যাবেন কোন ধরনের ডিজাইনের দিকে আপনাকে টানছে। আপনার একটা ভাল লাগা তৈরি হয়ে যাবে নির্দিষ্ট কিছু কাজের উপর। এবার বাছাই করা শুরু করুন, এবং ডিজাইনগুলো কালেকশনে রেখে দিন। গভীরভাবে স্টাডি করার চেষ্টা করুন, কাজটি কিভাবে করা হয়েছে এবং মুল মাসেজটি কি।
৩. এখানে সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে কালারের ব্যাবহার। কালার কম্বিনেশন সম্পর্কে তাৎখনিক ধারনা পেতে হলে, যে ডিজাইনগুলো কালেকশনে রেখেছেন সেগুলো থেকে এনালাইজ করার চেষ্টা করুন। ব্রাউজার থেকে কালার পিক করে দেখার জন্য একটা সহজ উপায় হল একটি এক্সটেনশন এড করে নেয়া। ক্রোম এর জন্য: Eye Dropper এবং মজিলা ফায়ার ফক্সের জন্য: ColorZilla
ডিজাইন শেখার সত্যিকারের আগ্রহ যাদের আছে তাদের জন্য শুভ কামনা রইল। পরবর্তি ধাপে এডোবি ফটোশপ নিয়ে আলোচনা করব আশা করি।

#tuhinmotiur #iamtuhinmotiur #tuhinmotiurofficial #tuhinmotiur_dot_com
© Naim Zaman ভাই

No comments

Powered by Blogger.