একেবারে শুরুর গাইডলাইন নিয়ে কিছু কথা হয়েছিল, আজকে আরও কিছু বিষয় এবং এডোবি ফটোশপ নিয়ে কিছু তথ্য দেয়ার চেষ্টা করব।

Image Credit: pexels
- গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করার আগ্রহ আমাদের অনেকেরই। কয়েকদিন আগের আমার একটি পোস্টে সবার আগ্রহ দেখে খুবই ভাল লাগলো। এই সেক্টরে একেবারে শুরুর গাইডলাইন নিয়ে কিছু কথা হয়েছিল, আজকে আরও কিছু বিষয় এবং এডোবি ফটোশপ নিয়ে কিছু তথ্য দেয়ার চেষ্টা করব।
বিহ্যান্স এবং ড্রিবলে সবাই মনে হয় কমবেশি ইন্সপায়ারেশন নিয়েছেন। এই দুটো সাইট এর পাশাপাশি আরও অনেক সাইট আছে যেগুলো থেকে ইন্সপায়ারেশন এবং ডিজাইন সংক্রান্ত তথ্য ও নিউজ পাবেন। যেমন: ডিজাইনার নিউজ, ডিজাইন মিল্ক, সিজি ফ্রগ ইত্যাদি। আর এই ধরনের সকল সাইটগুলো এক যায়গায় পেতে হলে ক্রোম ব্রাউজারে Panda নামে একটা এক্সটেনশন আছে ওটা ইন্সটল করে নিতে পারেন। সেখানে আপনি আপনার পছন্দের সাইটগুলো কাস্টমাইজ করে সাজিয়ে রাখতে পারবেন এবং একই যায়গায় সব সাইটের প্রিভিউ দেখতে পারবেন।
কালার পিক করে দেখার জন্য একটা এক্সটেনশনের কথা বলেছিলাম। কিন্তু একটা ওয়েবসাইটে আপনি ভিজিট করলেন, কিন্তু ওই সাইটে কি ফন্ট ব্যাবহার করা হয়েছে সেটা বুঝতে পারছেন না। এটা বুঝার জন্য Fontface Ninja নামের ক্রোম এক্সটেনশনটা ব্যাবহার করতে পারেন। এবার আপনি দেখতে পারবেন, ভাল ডিজাইনাররা কি কি ফন্ট ব্যাবহার করে এবং আপনি সেগুলো ডাউনলোড করে কালেকশনে রেখে দিলেন।
ডিজাইন দেখতে দেখতে হয়ত এখন আপনার নিজেরও একটু ডিজাইন করতে ইচ্ছে করবে। তাহলে শুরুটা করে ফেলুন এডোবি ফটোশপ দিয়ে। তবে আগের যেই যেই সাইটগুলোর কথা জানলেন সেগুলো ভুলে গেলে হবে না। প্রতিনিয়ত আপডেট থাকার জন্য অবসর সময়ে সাইটগুলোতে ঘুরে আসা উচিৎ।
ডিজাইনের জন্য সবচেয়ে সেরা হাতিয়ার হল এডোবি ফটোশপ। এটি মুলত ফটো এডিটিং সফটওয়্যার হিসেবে পরিচিতি পেয়েছিল, কিন্তু এখন এটা দিয়ে গ্রাফিক ডিজাইন এবং ওয়েব ডিজাইন খুবই ভালভাবে করা যায়। তাই একেক ধরনের ডিজাইনার একেক কাজে এই ফটোশপ ব্যবহার করে থাকে। তবে কিছু ব্যাসিক অপশন রয়েছে এখানে যেগুলো গ্রাফিক এবং ওয়েব ডিজাইন দুটোতেই দরকার হয়। ফটোশপ শেখার জন্য শুরুতেই এলোপাথারি টিউটোরিয়াল খোঁজা উচিৎ না, কারন অনেক ক্ষেত্রে এটা এক লাফে নদি পার হওয়ার মত ব্যাপার হয়ে যায়। একেবারে স্টেপ বাই স্টেপ শিখলে ফটোশপ দিয়ে আপনি যা বানাতে পারবেন তা কোনদিন কল্পনাও করেননি। এরকম স্টেপ বাই স্টেপ শেখার জন্য একটা ভাল গাইডলাইন লিঙ্ক দিচ্ছি : https://1stwebdesigner.com/beginner-photoshop-tutorials
এখানে যেভাবে দেয়া আছে এটা দিয়ে শুরু করতে পারেন, ঠিকমত পরিশ্রম করতে পারলে আপনি অবশ্যই একদিন অনেক ভাল ডিজাইনার হতে পারবেন।
“পাবলো পিকাসো” নামক ভদ্রলোককে নিশ্চই সবাই চেনেন, তার একটি বানি আছে : “I am always doing that which I cannot do, in order that I may learn how to do it.”

#tuhinmotiur #iamtuhinmotiur #tuhinmotiurofficial #tuhinmotiur_dot_com
© Naim Zaman ভাই

No comments

Powered by Blogger.