জেনেরিক লোগো কি? কিভাবে চিনবেন এবং এভয়েড করবেন?


- জেনেরিক লোগো কি? কিভাবে চিনবেন এবং এভয়েড করবেন?
জেনেরিক লোগো হল এমন একটি ডিজাইন ইলেমেন্ট যা বহুবার ব্যবহৃত হয়েছে, যেটা আর অরিজিনাল লোগোর মত অনুভুতি দেয়না। এগুলো খুবই কমন, অতিরিক্ত ব্যবহৃত হয়েছে এবং খুব সহজেই এটি আইডেন্টিফাই করা যায়। উদাহরনস্বরুপ, কোন ই-কমার্স ব্যবসায়ের জন্য খুবই কমন একটি শপিং কার্ট/প্রাইস ট্যাগ/শপিং ব্যাগ এর আইকন ব্যবহার করেন। অনেক সময় কাঁচা হতের কেউ সরাসরি গুগল করে একটা আইকন বসিয়ে দেন। আপনি হয়তো বুঝবেন না এটা নেট থেকে নেয়া, কিন্তু আপনার অডিয়েন্স বুঝবে এবং সেই হিসেবে আপনার ব্র্যান্ড এর মান বিচার করবে। একটি জেনেরিক লোগো আপনার ব্র্যান্ড এর জন্য খুবই ক্ষতিকর।
জেনেরিক লোগোর ব্যাপারে যাদের ধরনা কম তাদের জন্য একটি সহজ পদ্ধতি আছে, যার মাধ্যমে এটি আইডেন্টিফাই করা সহজ হবে।
গুগলএ ইমেজ সার্চ অপশনে আপনার ”ইন্ডাস্ট্রির নাম + লোগো” লিখে সার্চ দিন। এবার স্ক্রল করতে থাকুন, আপনার ইন্ডাস্ট্রির সিমিলার লোগোগুলো পেয়ে যাবেন। ছবিতে সার্চ পদ্ধতি দেখুন।
নোট: ব্র্যান্ডিং এর জন্য কি কি বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে তা বুঝতে পারা একটি ভাল পদক্ষেপ। এবং শুরুতে একটি ভাল ব্র্যান্ডিং প্ল্যান করে নেয়াটাও গুরুত্বপুর্ন।


#tuhinmotiur #iamtuhinmotiur #tuhinmotiurofficial #tuhinmotiur_dot_com
© Naim Zaman ভাই

No comments

Powered by Blogger.