লোগো ডিজাইন করাতে গেলে অনেকেই বিভিন্ন ধরনের সমস্যায় পরেন
- লোগো ডিজাইন করাতে গেলে অনেকেই বিভিন্ন ধরনের সমস্যায় পরেন। কখনও ওয়েরসাইট ডেভেলপ করানোর সময় লোগোর কালার এর ভুলের কারনে ঠিক মতো কম্বিনেশন করা যায় না। কখনও প্রিন্ট করতে গেলেে এক্সাক্ট কালার টা আসে না অথবা প্রিন্ট খরচ বেশি আসে। এই ক্ষেত্রে কিছু কালার রুলস আছে যা সবার জানা দরকার।
০১. লোগোর কালার ২টির বেশি ব্যবহার না করাই ভাল।
০২. সিম্পল এবং সহজে ব্র্যান্ড এর নাম বোঝা যায় এমন কালার ব্যবহার করা।
০৩. ব্যবসায়ের ধরন অনুযায়ী কালার নির্বাচন করা।
এই ৩টি কাজ করতে পারলে কিছু বাড়তি সুবিধা আছে, যেমন:
০১. ২ কালারের লোগো হলে, সব ধরনের প্রিন্ট ম্যাটেরিয়ালের খরচ কম আসবে। (যেমন: ভিজিটিং কার্ড, শপিং ব্যাগ ইত্যাদি)।
০২. কাস্টমার আপনার ব্র্যান্ড এর নাম সহজে পড়তে পারবে এবং দীর্ঘদিন মনে রাখবে।
০৩. কালার দেখে কাস্টমার কনফিউস্ড হবে না।
০৪. ওয়েবসাইট এর UI/UX নিয়ে ঝামেলা হবেনা।
নোট: অনেক কোম্পানীর লোগো মাল্টি কালার হয়ে থাকে (যেমন: গুগল, ই-বে), তবে সেখানে কালারের সঠিক ব্যবহার এবং ক্লিন ডিজাইন করা হয়েছে। কন্টেন্ট ডেভেলপমেন্ট নিয়ে তাদের যথেষ্ট পরিকল্পনা রয়েছে এবং সেই অনুযায়ী তাদের পত্যেকটা পার্ট এর ডিজাইন করা হয়েছে।
#tuhinmotiur #iamtuhinmotiur #tuhinmotiurofficial #tuhinmotiur_dot_com
© Naim Zaman ভাই
Founder at Interior Design Bangladesh


No comments
Post a Comment