একটি বেগুনি লোগো: এটি কি আপনার ব্র্যান্ডের জন্য সেরা কালার?
- একটি বেগুনি লোগো: এটি কি আপনার ব্র্যান্ডের জন্য সেরা কালার?
বেগুনী একটি সেকেন্ডারি কালার, এটি লাল এবং নীল এর মিশ্রনে তৈরি হয়। এর ফলে আপনি লাল এর শক্তি ও ক্ষমতা এবং নীল এর নির্ভরযোগ্যতা ও স্থায়িত্বের অনুভুতি একসাথে পাবেন। বেগুনী কালার মুলত রয়্যালিটি, সাহস, ম্যাজিক এবং রহস্যের সাথে সম্পর্কিত। তবে এটি অতিরিক্ত ব্যবহারে বিভ্রান্তি এবং অন্তর্দৃষ্টি তৈরি করতে পারে।
বেগুনী কালার সাধারনত পুরুষদের তুলনায় মহিলারা বেশি পছন্দ করে। আন্তর্জাতিক মহিলা দিবস এর লোগোর জন্য এই কালারটি বেছে নেয়া হয়েছিল। এই কালার নারীদের সাফল্যের প্রতিক হিসেবেও ব্যবহৃত হয়।
এছাড়া কিছু কোম্পানী তাদের রয়্যালিটি প্রদর্শনের জন্য বেগুনী কালারে ব্র্যান্ডিং করছে। যেমন:
০১. বেনকিউ
০২. হলমার্ক
০৩. ক্যাডবারি
০৪. ইয়াহু
অনেকে হয়তো ইতোমধ্যেই বেগুনি কালার ব্যবহার করছেন/করবেন, তবে এবার অবশ্যই এই কালারের বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নিবেন। যদি উল্লিখিত বৈশিষ্টের সাথে আপনার ব্র্যান্ডের কাজ এবং দৃষ্টিভঙ্গি মিলে যায় এবং কাস্টমার এটিকে পজিটিভলি গ্রহন করে, তাহলে অবশ্যই বেগুনী আপনার ব্র্যান্ডের জন্য সেরা কালার।
#tuhinmotiur #iamtuhinmotiur #tuhinmotiurofficial #tuhinmotiur_dot_com
© Naim Zaman ভাই
Founder at Interior Design Bangladesh


No comments
Post a Comment