ব্র্যান্ড আইডেন্টিটি: বিজনেস স্টেশনারি (বিজনেস কার্ড, কমপ্লিমেন্ট স্লিপ, লেটারহেড, এনভেলপ)।
-
ব্র্যান্ড আইডেন্টিটি: বিজনেস স্টেশনারি (বিজনেস কার্ড, কমপ্লিমেন্ট স্লিপ, লেটারহেড, এনভেলপ)।
বড় বা ছোট যে কোনও ব্যবসায়ের জন্য স্টেশনারিতে বিনিয়োগ করা গুরুত্বপুর্ন। তবে এগুলো অবশ্যই প্রফেশনাল ডিজাইন এর হলে ভাল, কারন এটি খুবই ভাল একটি ইম্প্রেশন তৈরি করে।
বিজনেস কার্ড
বিজনেস স্টেশনারি চেকলিস্টে একটি গুরুত্বপূর্ণ আইটেম হল বিজনেস কার্ড। এটি সবসময় আপনি বহন করতে পারবেন, কারন যখনই সুযোগ হবে আপনি এটি হস্তান্তরের মাধ্যমে নিজের এবং ব্র্যান্ডের প্রচার করতে পারবেন এবং এটি একটি চমৎকার ইম্প্রেশন তৈরি করবে।
কমপ্লিমেন্ট স্লিপ
কোন পন্য/সার্ভিস ডেলিভারি এর সময় এটি কাস্টমারকে একটি ভাল অভিজ্ঞতা দিতে পারে। আপনার কাস্টমারের প্রশংসা করে হাতে লিখে তাকে হস্তান্তর করতে পারেন। এতে একদিকে যেমন আপনার ভাল ব্র্যান্ডিং হবে অন্যদিকে কাস্টমার নিজেকে স্পেশাল মনে করবে।
লেটারহেড
একটি ব্র্যান্ডেড লেটারহেড আপনার পেশাদারিত্ব এবং আপনার ব্যবসায়ের নির্ভরযোগ্যতা বাড়াতে সাহায্য করে। প্রেস রিলিজ, বিজ্ঞপ্তি, অফিসিয়াল চিঠিপত্র ইত্যাদি কাজে এটি ব্যবহৃত হয়।
এনভেলপ
যখন কাউকে কোন প্রিন্টেড লেটারহেড, বিল/চালান ইত্যাদি পাঠাবেন তখন একটি ব্র্যান্ডেড এনভেলপে মুড়ে দেয়া ভাল। এটি আপনার বার্তাটিকে আরো আকর্ষনীয় করে তুলবে। তবে একেবারে সাদা এনভেলপ এর থেকে অন্তত শুধু লোগোযুক্ত এনভেলপ থাকা ভাল।
#tuhinmotiur #iamtuhinmotiur #tuhinmotiurofficial #tuhinmotiur_dot_com
© Naim Zaman ভাই
Founder at Interior Design Bangladesh


No comments
Post a Comment