লাল কালার আপনার ব্যবসায়ের ব্র্যান্ডিং এ কি কি প্রভাব ফেলতে পারে এবং লাল কালার কখন কি উদ্দেশ্যে ব্যবহার করবেন?
লাল কালার আপনার ব্যবসায়ের ব্র্যান্ডিং এ কি কি প্রভাব ফেলতে পারে এবং লাল কালার কখন কি উদ্দেশ্যে ব্যবহার করবেন?
লাল একটি পাওয়ারফুল কালার। কারন এটি উৎসাহ বৃদ্ধি করে, এটি ভালবাসার রঙ এবং এটি আবেগ অনুভুতির সাথে সম্পৃক্ত। এটি যখন সঠিক পদ্ধতিতে ব্যবহৃত হয়, তখন এটি একটি শক্তিশালি বন্ধুত্বপুর্ন অনুভুতি প্রদর্শন করে। কিন্তু কিছু ক্ষেত্রে এই কালার বিপজ্জনক এবং আক্রমনাত্বক সংকেতও দেয়। এটি খুব দ্রুত অডিয়েন্স এর মনোযোগ আকর্ষন করে, তবে নেতিবাচক দিকগুলো এড়াতে লাল কালার খুব কম ব্যবহার করা ভাল। লাল কালার এর সবচেয়ে পাওয়ারফুল বৈশিষ্ট হল: এটি দেহের পাল্স, রক্তচাপ এবং ক্ষুধা বৃদ্ধিতে সহায়তা করে।
এই বৈশিষ্টগুলো বিবেচনা করলে প্রাথমিকভাবে ধরে নেয়া যায়, খাবার রিলেটেড ব্র্যান্ড এর জন্য লাল একটি আদর্শ কালার। বড় বড় খাবারের ব্র্যান্ডগুলো তাইই করেছে। যেমন:
০১. ম্যাক-ডোনাল্ডস
০২. কেএফসি
০৩. কোকাকোলা
এবারে আসুন মানুষের আগ্রহ এবং উৎসাহ বৃদ্ধিতে লাল কালার কিভাবে কাজ করে। দু’টি ব্র্যান্ড এর উদাহরন দেই:
০১. ইউটিউব
০২. নেটফ্লিক্স
এই দুটি প্ল্যাটফরম তাদের ব্র্যান্ড কালারের মাধ্যমে আমাদেরকে উৎসাহ দিয়ে থাকে। এবং আমরাও প্রতিদিন একবার হলেও তাদের প্ল্যাটফরম ব্যবহার করি।
#tuhinmotiur #iamtuhinmotiur #tuhinmotiurofficial #tuhinmotiur_dot_com
© Naim Zaman ভাই
Founder at Interior Design Bangladesh


No comments
Post a Comment