আসুন আজকে এই কালার দু’টি সম্পর্কে কিছু তথ্য বিশ্লেষন করা যাক:
- অরেঞ্জ/কমলা এবং হলুদ কালারের মধ্যে কিছু মিল আছে। ব্র্যান্ড কালার হিসেবে এই কালার দু’টি ইন্ডস্ট্রীভেদে এখন পর্যন্ত সফল।
আসুন আজকে এই কালার দু’টি সম্পর্কে কিছু তথ্য বিশ্লেষন করা যাক:
হলুদ কালার ফানি, বন্ধুত্বপুর্ন, আনন্দ, সুখ এবং আশাবাদীর সাথে সম্পৃক্ত। পাশাপাশি এটি আত্মবিশ্বাস এবং অনুপ্রেরনার সাথেও যুক্ত। তবে এটি অতি মাত্রায় ব্যবহার না করাই ভাল, কারন এটি অত্যধিক ব্যবহারে মানসিক উদ্বেগজনক হতে পারে। হলুদ কালার ব্যবহারের কিছু নিয়ম আছে, যেমন: শুধুমাত্র হলুদ ব্যবহার না করা, সাথে আরেকটি ডিপ কালার দিয়ে কম্বিনেশন করা (যেমন: কালো), কম্বিনেশন করার সময় হলুদের পরিমান কম রাখা (সর্বোচ্চ ৪৯% বা তার কম)। এটা করতে পারলে পুরো ডিজাইনটি অডিয়েন্সের নজর কেড়ে নিবে।
হলুদ কালার নিয়ে ব্র্যান্ডিং করা কিছু সফল কোম্পানী:
০১. স্ন্যাপচ্যাট
০২. সাবওয়ে
০৩. নাইকন
অরেঞ্জ/কমলা কালারটি তৈরি হয় লাল এবং হলুদের সংমিশ্রনে। যার ফলে দুটি কালারের বৈশিষ্টগুলো একসাথে পাওয়া যায় এই কমলা কালারে। যেমন: হলুদের ফানি এবং বন্ধুত্বপুর্ন দিকগুলি এবং লাল এর শক্তিশালি এবং পাওয়ারফুল দিকগুলি। কমলা কালারের সবচেয়ে ভাল দিকগুলো হল, এটি চোখে কম্ফোর্ট ফিল করায়, ক্ষুধা বৃদ্ধি করে এবং ইতিবাচক মনোভাব ছড়ায়।
কমলা কালার নিয়ে ব্র্যান্ডিং করা কিছু সফল কোম্পানী:
০১. এমাজন
০২. ফেডেক্স
০৩. ফানটা
#tuhinmotiur #iamtuhinmotiur #tuhinmotiurofficial #tuhinmotiur_dot_com
© Naim Zaman ভাই
Founder at Interior Design Bangladesh


No comments
Post a Comment