লেটারমার্ক লোগো সাধারনত ব্র্যান্ডের প্রথম অক্ষরের সমন্বয়ে হয়ে থাকে।


- লেটারমার্ক লোগো সাধারনত ব্র্যান্ডের প্রথম অক্ষরের সমন্বয়ে হয়ে থাকে। IBM, CNN, HP, HBO ইত্যাদি কোম্পানীগুলোর লোগো প্যাটার্ন খেয়াল করেছেন? দীর্ঘ নাম সহ যতগুলো ব্র্যান্ড আছে তাদের মধ্যে তারা বিখ্যাত। শুধুমাত্র ২টি বা ৩টি অক্ষর ব্যবহার করে তারা খুব সফল এবং মেমোরেবল ভিজুয়্যাল তৈরি করেছে।
লেটারমার্ক হল টাইপোগ্রাফি-ভিত্তিক লোগো এবং এটির মুলনীতি হল সরলতা। যে কোন দীর্ঘ নামের কোম্পানী শুধুমাত্র লেটারমার্ক ব্যবহার করে কার্যকর ব্র্যান্ডিং করতে পারে। উদাহরনস্বরুপ NASA কে আমরা শুধু ৪টি অক্ষরের নাম হিসেবে চিনি, কিন্তু এটি যদি এমন হত - National Aeronautics and Space Administration? তাহলে এটি মনে রাখা খুব কষ্টকর হত। এছাড়াও আরও কিছু সফল ব্র্যান্ড এর উদাহরন হল:
01. IBM - International Business Machines
02. hp - Hewlett-Packard
03. HBO - Home Box Office
04. CNN - Cable News Network
05. H&M - Hennes & Mauritz
এই ধরনের লোগোতে প্রথম অক্ষরের দিকে ফোকাস থাকে বলে, ফন্ট চয়েজ এখানে খুবই গুরুত্বপুর্ন। কারন লোগো শুধুমাত্র ব্যবসায়ের থিমকেই রিপ্রেজেন্ট করলে হবে না, বরং বিজনেস কার্ড সহ অন্যান্ন প্রিন্ট ম্যাটেরিয়ালগুলিতেও সুস্পষ্ট থাকতে হবে।
এবারে আসুন, আপনার যদি প্রতিষ্ঠিত কোন ব্র্যান্ড না হয়ে থাকে সেক্ষেত্রে কি করবেন? লেটারমার্ক লোগো থেকে মুখ ফিরিয়ে নিবেন? না। আপনার নতুন ব্র্যান্ডের লোগোতে বরং এটি করা ভাল, শুধুমাত্র লেটারমার্ক এর নিচে পুরো নামটিও লিখে দিন। তাহলে অডিয়েন্সও বুঝবে আপনার কোম্পানীর পুরো নাম কি, আর তাদের মেমোরিতে শর্ট নামটাও ধীরে ধীরে গেঁথে যাবে। শর্ট নাম মানুষ এমনিতেও পছন্দ করে, আপনারাও করেন। যেমন: DSB, WE, SE এভাবেই বেশি ব্যবহৃত হয়।

#tuhinmotiur #iamtuhinmotiur #tuhinmotiurofficial #tuhinmotiur_dot_com
© Naim Zaman ভাই

No comments

Powered by Blogger.