পিকটোরিয়াল মার্ক লোগো কি এবং কিভাবে ব্যবহৃত হয়
- পিকটোরিয়াল মার্ক লোগো কি এবং কিভাবে ব্যবহৃত হয়
পিকটোরিয়াল মার্ক (ব্র্যান্ড মার্ক বা লোগো সিম্বল হিসেবেও পরিচিত) একটি আইকন বা গ্রাফিক বেজ্ড লোগো। এটি একটি চিত্র, যখন আপনার মাইন্ডএ একটি নির্দিষ্ট ব্র্যান্ড এর “লোগো” আসে; যেমন: আইকনিক অ্যাপল লোগো, টুইটার বার্ড, অলিম্পিক এর ৫টি সার্কেল, পেপসি এর বল আইকন ইত্যাদি। এদের প্রত্যেকের ব্র্যান্ড লোগো এতটাই পরিচিত এবং প্রতিষ্ঠিত, যে শুধুমাত্র চিহ্নটি দেখলেই আমরা চিনে ফেলি।
আপদত, আপনি হয়তো ভাবছেন পিকটোরিয়াল মার্ক স্টাইলে আপনার ব্র্যান্ড এর লোগো ডিজাইন করবেন। কিন্তু এক্ষেত্রে কিছু বিষয় অবশ্যই কনসিডার করতে হবে।
পিকটোরিয়া মার্ক লোগো ডিজাইনের সিদ্ধান্ত নেয়ার সময় সবচেয়ে বড় বিষয়টি হল একটি ইমেজ সিলেক্ট করা। এটি এমন একটি বিষয় যা কোম্পানীর সম্পূর্ন অস্তিত্বের সঙ্গে মিশে থাকবে। আপনি অডিয়েন্সকে কি ম্যাসেজ দিতে চান? যেই সিম্বলটি করছেন তা কি আপনার ব্র্যান্ডের সাথে মানানসই? উদাহরনস্বরুপ বিকাশের যেই কাগজের পাখিটি আমরা সবাই চিনি এর মাধ্যমে তারা কি ম্যাসেজ দিচ্ছে? একটু ডিপলি চিন্তা করলে উত্তর পেয়ে যাবেন।
যে কোন কমন একটি জিনিস এর ছবিও ব্যবহার করতে পারেন, তবে সরাসরি ইন্টারনেট থেকে ডাউনলোড করা যাবে না (কোন বড় ব্র্যান্ড এমনটা করে না)। কোম্পানীর নামের সাথে মিল আছে এমন কোন ছবিও ব্যবহার করতে পারেন; যেমন ফুডপান্ডার “পান্ডা” আইকন। কোন অক্ষরকে মডিফাই করেও পিকটোরিয়াল মার্ক লোগো করা যায়, যেমন: ম্যাকডোনাল্ডস এর ”M” সিম্বল।
নোট: লোগো যে টাইপেরই হোক, সঠিক মিনিং, অডিয়েন্সের গ্রহনযোগ্যতা এবং সঠিক ব্র্যান্ডিং না হলে ডিজাইন যতই সুন্দর হোক মানুষ দীর্ঘদিন মনে রাখবে না।
#tuhinmotiur #iamtuhinmotiur #tuhinmotiurofficial #tuhinmotiur_dot_com
© Naim Zaman ভাই
Founder at Interior Design Bangladesh


No comments
Post a Comment